মাওলানা ভাসানীর কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্র ফেডারেশন। আজ রোববার দুপুরে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় সৈকত আরিফের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান, নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি সাইদুর রহমান, ঢাকা নগর শাখার রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক ইয়াসিন খান, প্রচার সম্পাদক সজল আহমেদ, টাঙ্গাইল জেলার প্রচার সম্পাদক তৌহিদা স্বপ্নীল প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর সৈকত আরিফ বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছে। এ লড়াইয়ে পুরোনো সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার ছাড়া যে আমরা আর একচুলও এগোতে পারব না, সে বিষয়ে জনগণের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যকে সংহত রাখতে হবে। অভ্যুত্থানের শক্তির মধ্যে যেকোনো বিভাজন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মাওলানা ভাসানী বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। স্বাধীন বাংলাদেশে ফারাক্কা বাঁধ দিয়ে পানি প্রত্যাহারের প্রতিবাদে লংমার্চ করেছিলেন তিনি। আমরা যখনই কোনো জাতীয় সংকটে পড়েছি, আমাদের বারবার ফিরতে হয়েছে ভাসানীর কাছে। ভাসানী আমাদের দিশা দেখিয়েছেন, সামনের বাংলাদেশ গড়তে ভাসানী আমাদের জন্য দিশা রেখে গেছেন। আমরা এমন পৃথিবীর জন্য লড়ছি, যেখানে প্রতিটি প্রাণের হক আদায় করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *