
ফুটবলে মঞ্চে উদ্যাপনের দিক থেকে সম্ভবত সবার ওপরে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউ’ উদ্যাপন। বিশ্বব্যাপী নানা জায়গায় বিভিন্ন পর্যায়ের ফুটবলারদের দেখা যায় ‘সিউ’ উদ্যাপনে মেতে উঠতে। ভিনিসিয়ুস জুনিয়র ও আলেহান্দ্রো গারনাচোকেও দেখা গেছে রোনালদোর এই ভঙ্গিতে।
গতকাল মালদ্বীপের বিপক্ষে যেমন বাংলাদেশকে সমতায় ফিরিয়ে ‘সিউ’ উদ্যাপনে মাততে দেখা যায় বাংলাদেশের ফুটবলার মজিবর রহমান জনিকে। শুধু ফুটবলই অবশ্য নয়, অন্যান্য খেলায়ও বিভিন্ন সময় দেখা গেছে এই উদ্যাপন। তবে সর্বশেষ এই উদ্যাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন সার্বিয়ার আলেক্সা তেরজিচ।
রোনালদোর ‘সিউ’ উদ্যাপনের অর্থ কী, কেন করেন
১৪ জুন ২০২৩
রোনালদোর মাধ্যমে শুরু হওয়ার পর ফুটবলে এটি রীতিমতো ট্রেডমার্ক উদ্যাপনে পরিণত হয়েছে। বিখ্যাত এ উদ্যাপনটি করার সময় মুখে ‘সিউ’ বলে চিৎকারও দিয়ে থাকেন রোনালদো। যে কারণে উদ্যাপনটি পরিচিতি পেয়েছে ‘সিউ’ নামে।